২০২০ সালে বাংলা ভাষার সাহিত্যের জন্য একটি সচেতন, সমৃদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ প্রজন্মের ভবিষ্যত নাগরিক গড়ে তোলা এবং বেসরকারিভাবে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের জন্য একটি সামাজিক আন্দোলন হিসাবে বাংলা সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়। যার লক্ষ্য ও আদর্শ হচ্ছে দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধন। সহস্র বছরের জ্ঞান সঞ্চিত থাকে সাহিত্যে, সাহিত্য চর্চায় বিকশিত হয় জ্ঞান, জ্ঞান ই আলো - এই মূলমন্ত্র ধারন করে কবি মিলন সব্যসাচী তার কয়েকজন সহযোগী নিয়ে বাংলা সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেন।
২০২০ সাল থেকেই বাংলা সাহিত্য একাডেমি মাদারিপুর জেলায় কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠাতা মিলন সব্যসাচী। বর্তমানে লিখন মাহমুদ সংগঠক হিসেবে কর্মসূচী পরিচালনা করছেন।